ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ২২ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি গঠন উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে জয়পুরহাট শহরের চিলিস চাইনিচ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডলকে আহ্বায়ক, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মোমেন মুনি ও বাংলা টিভির প্রতিনিধি রেজাউল করিম রেজাকে যুগ্ম আহ্বায়ক ও আরটিভির প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি কমিটির অন্য সদস্যরা হলেন- বিটিভি’র প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, চ্যানেল আইয়ের এস এম শফিউল বারী রাসেল, একুশে টেলিভিশনের এস এম শফিকুল ইসলাম, সময় টিভির শাহিদুল ইসলাম সবুজ, মাইটিভির বিপুল কুমার সরকার, এসএ টিভির মোয়াজ্জেম হোসেন, মোহনা টিভির কাদের সুজন।

আহ্বায়ক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি