সাংবাদিক পান্নুর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও মোংলায় মানববন্ধন
প্রকাশিত : ১৯:৩০, ৭ জানুয়ারি ২০২০
সাংবাদিক পান্নুর ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
একাত্তর টেলিভিশনের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর খুলনা ওয়াসা প্রকল্পের চায়না কর্মকর্তাদের হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব, গৌরনদী উপজেলার ও মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সহ-সভাপতি এসএম শামীম, সাধারণ সম্পাদক তপন বসু, দৈনিক জনকন্ঠ’র বরিশাল ব্যুরো খোকন আহম্মেদ হীরা, দৈনিক প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, আনন্দ টিভির বরিশাল ব্যুরো কাজী আল-আমিন, ৭১ টিভি’র আগৈলঝাড়া সংবাদদাতা স্বপন দাস ও বাংলা টিভি’র আগৈলঝাড়া প্রতিনিধি এফ এম নাজমুল রিপন সহ আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে, এদিন সকাল ১১টায় মোংলা শহরের চৌধুরী মোড়ে এক মানববন্ধনে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এতে বক্তব্য রাখেন- মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক আমির হোসেন আমু, আবুল হাসান, আবু হোসাইন সুমন, নিজাম উদ্দিন ও নুর আলম শেখ।
মানবন্ধনে বক্তরা হামলাকীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে গত ৫ জানুয়ারী রোববার সকালে খুলনা ওয়াসার ঝুকিপূর্ণ পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা ও তাকে মারধরসহ ক্যামেরা কেঁড়ে নিয়ে ভাঙচুর চালায় ওয়াসা প্রকল্পের চায়না কর্মকর্তারা।
এনএস/