ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের আত্মপ্রকাশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘চেতনায় নির্ভীক সাংবাদিকতা’ স্লোগানকে ধারন করে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম (সিজেএফ) আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্তোরায় সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্যদিয়ে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম নামে নতুন এ সংগঠন গঠিত হয়।

দৈনিক ইনকিলাব ও ডেইলি ইভিনিং নিউজ এর স্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সভাপতি, বাংলা নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাধারণ সম্পাদক এবং টেলিভিশনের জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিশিষ্ট নারী সাংবাদিক নিউ এজ পত্রিকার প্রতিনিধি ইয়াসমিন রীমা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি