ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষ উদযাপন করবে ডিআরইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৪ মার্চ ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মুজিববর্ষ উদযাপন করবে। মঙ্গলবার ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জাতীয় প্রেস ক্লাবসহ অন্যান্য সংগঠনের মতো ডিআরইউ’র পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি নেয়ার বিষয়ে মতামত দেয়া হয়।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নেয়া হয়, বঙ্গবন্ধু কোনো দলের নন। তিনি গোটা জাতির। তাই মুজিববর্ষের এ মাহেন্দ্রক্ষণে ডিআরইউ’র নিজস্ব কর্মসূচি থাকা প্রয়োজন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের জন্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানকে আহ্বায়ক ও নারী বিষয়ক সম্পাদক রীতা নাহারকে সদস্য সচিব করে মুজিববর্ষ উদযাপন উপ-কমিটি গঠন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি