ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অধিকাংশ মুসলিম যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, আবারো সমালোচনা উস্কে দিলেন ট্রাম্প

প্রকাশিত : ২০:০৬, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ২০:১৪, ১১ মার্চ ২০১৬

trampঅধিকাংশ মুসলিম যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, নিজের দেয়া মুসলিম বিদ্বেষী এমন মন্তব্যকে সঠিক দাবি করে, আবারো সমালোচনা উস্কে দিলেন রিপাবলিকান প্রেসিডেন্টশিয়াল মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিয়ামিতে অনুষ্ঠিত রিপাবলিকান বিতর্কে মিলিত হন ৪ রিপাবলিকান প্রার্থী । তবে এদিনের বিতর্ক ছিল অনেকটাই গঠনমূলক। ব্যাক্তিগত আক্রমন বাদ দিয়ে এদিন প্রার্থীরা কর্মী ভিসা, সামাজিক নিরাপত্তা ও  পররাষ্ট্রনীতির মত বিষয়গুলো নিয়ে কথা বলেন। এসময় ট্রাম্পের বক্তব্যের জবাবে মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট কখোনই মন যা চায় তা বলতে পারেননা। ১৫ই মার্চ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি হওয়ার কথা রয়েছে। এদিনটি নিজের করে নিতে পারলে প্রার্থীতা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি