ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীতে গণপিটুনীতে সন্দেভাজন ৪ ডাকাতের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৪, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৯, ১২ মার্চ ২০১৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনীতে সন্দেভাজন ৪ ডাকাতের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশের ৩ কনস্টেবলসহ ৫জন।ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে ট্রলার নিয়ে ৭ থেকে ৮ জন হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা ৬ জনকে আটক করে পুলিশে খবর দেয়। সেসময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বয়ারচরের চেয়ারম্যান ঘাট রিজার্ভ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এক পর্যায়ে বিদ্যুৎ চলে আটক হওয়ারা উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় আহত হয় ৩ পুলিশ। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় ২ জন। এঘটনায় মামলা পুলিশ বাদি হয়ে ৩টি মামলা করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি