ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে নির্বাচনকে ঘিরে বেড়েছে সহিংসতা

প্রকাশিত : ০৯:৫০, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫৯, ১২ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীতে বেড়েছে সহিংসতা। গেল এক সপ্তাহে ৮ উপজেলায় মারা গেছে ১ জন। আহত হয়েছে দুই শতাধিক। প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দফায় দফায়। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর কোন অবস্থান নেই। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ভোটারদের। পটুয়াখালীর ৫০টি ইউনিয়নে ৪৫৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একযোগে। বিভিন্ন দলের ২৫৯ চেয়ারম্যান প্রার্থীসহ সহ¯্রাধিক প্রার্থী সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার নিয়ে প্রার্থী-সমর্থকদের মধ্যে সহিংসতা লেগেই আছে। ক’দিন আগেও বাউফলের আদাবাড়িয়ায় নির্বাচনী প্রচারনা গিয়ে সংঘর্ষে খুন হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। রাঙ্গাবালির চরমোন্তাজ পুড়িয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর বাড়ি। কলাপাড়ার টিয়াখালীতে ধানের শীষ প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট করেছে প্রতিপক্ষ। এমনকি সদর উপজেলার ইউনিয়নগুলোতেও সপ্তাহজুড়ে সংঘর্ষ হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকেই দায়ী করছেন ভোটাররা। এ অবস্থায় উপকুলীয় জেলাটির সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়া নিয়ে শংকা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি