ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাজ্যের দেয়া সব শর্তই ৩১ শে মার্চের মধ্যে পূরন হবে

প্রকাশিত : ২০:১১, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ২২:৪১, ১২ মার্চ ২০১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে ব্রিটেনের দেয়া সব শর্ত ৩১শে মার্চের মধ্যে পূরণ করা হবে। জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে বিমানবন্দর পরিদর্শন করে এ’কথা বলেন তিনি। মন্ত্রী জানান, নিরাপত্তা জোরদারে শিগগিরই এভিয়েশন ফোর্স গঠন করা হবে। bimanশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির কথা বলে সম্প্রতি বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন। তবে, এই নিষেধাজ্ঞা যৌক্তিক নয় উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, এ’ব্যাপারে ব্রিটেনের দেয়া সব শর্ত পূরণ করা হবে। মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। শিগগিরই পণ্যবাহী উড়োজাহাজ ব্রিটেনে সরাসরি চলাচল করতে পারবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি