ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলা-বাংলার জয় কাল জয়ী রণ-সঙ্গীতের নন্দিত গীতিকার গাজী মাযহারুল আনোয়ার সম্মানে অনুষ্ঠিত হলো বর্ণাঢ়্য সূধী সমাবেশ

প্রকাশিত : ২৩:২৩, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:২৩, ১২ মার্চ ২০১৬

gazi majharulজয় বাংলা-বাংলার জয় কাল জয়ী রণ-সঙ্গীতের নন্দিত গীতিকার গাজী মাযহারুল আনোয়ার সম্মানে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ়্য সূধী সমাবেশের। আমরা সূর্যমুখী নামে একটি সংগঠনের আয়োজনে, এই অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজী মাযহারুল আনোয়ার এখন শুধু এক জন ব্যাক্তি নয়; একটি প্রতিষ্ঠানও বটে। তার গান, সব সময় মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে আসছে; তাই জীবদ্দশায়, এ ধরনের সম্মান জানাতে এ ধরনের আয়োজন খুবই জরুরী বলেই মত বক্তাদের। পরে, গীতিকারের তিন মেয়ে রুখসানা মুমতাজ, দিতি আনোয়ার এবং সাবিনা লাকী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি