ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে জমে উঠেছে চা উৎপাদন

প্রকাশিত : ১১:১৬, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৬, ১৩ মার্চ ২০১৬

আগাম বৃষ্টিপাতে মৌলভীবাজারে জমে উঠেছে চা উৎপাদন। এবার মৌসুমের কিছুটা আগেই বাগান থেকে পাতা চয়ন শুরু হয়েছে। ওয়েদারিং শেষে চলছে মেইড টি উৎপাদনও। এবছর চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রতিবছর মার্চের শেষ দিকে নিজস্ব ইরিগেশনের মাধ্যমে চা উৎপাদন হলেও মৌলভীবাজারের এবছর ২০ দিন আগেই বিভিন্ন চা বাগান থেকে পাতা সংগ্রহ শুরু হয়েছে। আগাম বৃষ্টিপাতে ফলে চা-গাছ দ্রত বেড়ে উঠেছে। আগাম চা উৎপাদন শুরু হওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন বাগান মালিকরা। পাতা সংগ্রহের পর তা শুকানোর পাঠানো হচ্ছে মেশিনে। সেখানে ওয়েদারিং এর পর তৈরি হচ্ছে মেইড টি। বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র বলছে আবহাওয়া অনুকুলে থাকায় চা-গাছে ঠিকমত পাতা আসছে। একই সঙ্গে আগামী চৈত্রে দাবদাহ বিষয়ে সজাগ থাকার জন্য বাগান পরিচর্যকদের পরামর্শও দেয়া হয়েছে। এ অঞ্চলের চা বাগান থেকে উৎপাদিত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানীতে বিশেষ ভূমিকা রাখছে। এ থাতের উন্নয়নে আরো সহযোগি হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি