ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জর রিট হাইকোর্টে খারিজ

প্রকাশিত : ১৩:২১, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২১, ১৩ মার্চ ২০১৬

বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতের নির্দেশনায় বলা হয়েছে দেশে জঙ্গি তৎপরতা থাকতে পারে বলে তথ্য সংগ্রহ করা যাবে। রিটকারীর আইনজীবী জানিয়েছেন এ আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের  তথ্য দেওয়ার অনুরোধ জানান। এর পরপরই তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী জোর্তিময় বড়–য়া।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি