ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারী

প্রকাশিত : ১৩:১৮, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:১৮, ১৩ মার্চ ২০১৬

প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সরানোর চেষ্টা হলে শান্তি আলোচনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম। রাজধানী দামেস্কে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে, আসাদকে সরানোর অপচেষ্টা থেকে বিদ্রোহীদের সরে আসার আহ্বান জানান তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য দাবি করে এর নিন্দা জানিয়েছে বিদ্রোহীরা। এরই মধ্যে সিরিয় সরকারের একটি প্রতিনিধি দল জেনেভা শান্তি আলোচনায় অংশ নিতে রওনা হয়েছে। জানানো হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে বিরোধীরা আলোচনায় অংশ না নিলে ফিরে আসবে তারা। এদিকে হামা প্রদেশে সরকারী একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহীরা। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারিগরি ত্র“টির কারনেই বিধ্বস্ত হয়েছে বিমানটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি