ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রাদেশিক নির্বাচনে হেরে যেতে পারেন এঙ্গেলা মার্কেল

প্রকাশিত : ১৫:১৪, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১৩ মার্চ ২০১৬

অভিবাসী ইস্যুতে জনগনের অসোন্তষের কারনে প্রাদেশিক নির্বাচনে হেরে যেতে পারেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। তিনটি প্রদেশের প্রায় ১ কোটি ২০ লাখেরও বেশী মানুষ ভোট দিচ্ছেন এ নির্বাচনে। জরিপ বলছে, ভরাডুবি হতে পারে মার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেট ইউনিয়ন পার্টির। এ নির্বাচনের মাধ্যমেই পরিস্কার হবে অভিবাসীদের সম্পর্কে জার্মানদের অবস্থান। এদিকে শরণার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া অল্টারনেটিভ পার্টি ফর ডাচেসল্যান্ড সবগুলো প্রদেশেই সংখ্যাগরিষ্টতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নির্বাচন শরণার্থীদের বিষয়ে মার্কেলের নমনীয় নীতিতে কোন প্রভাব ফেলবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তার দলের এক মুখপাত্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি