সপ্তাহের প্রথম দিনে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা
প্রকাশিত : ১৬:২৭, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১৩ মার্চ ২০১৬
সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতায় সপ্তাহের প্রথম দিন পার করলো দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কিছুটা কমলেও বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৯টি, কমেছে ১৫১টির, আর ৪৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৬৭ কোটি ৮২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৪ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২০ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন