ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পাবনার ৯টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনের প্রচার

প্রকাশিত : ১৩:৩৫, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ১৪ মার্চ ২০১৬

জমে উঠেছে পাবনার বেড়ায় ৯টি ইউনিয়নে নির্বাচনের প্রচার।  নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৩০ জন। প্রথমবারের মত দলীয় প্রতীকে এই নির্বাচনে জয়ের আশা করছেন বড় দুই দল। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতীক বরাদ্দের পর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বেড়া উপজেলায় চাকলা, সাগরকান্দি, পুরান ভারেঙ্গা, নতুন ভারেঙ্গাসহ ৯ টি ইউনিয়ন বইছে নির্বাচনী হাওয়া। ৮ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে আওয়ামী লীগ। তবে দল মনোনীত প্রার্থীদের দাবি, এর কোন প্রভাব পড়বেনা ভোটে। তবে বিদ্রোহী প্রার্থীদের রয়েছে অভিযোগ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় থাকলেও জয়ে আশাবাদি বিএনপি মনোনীত প্রার্থীরা। কারণ একটি ছাড়া বাকি ৮টিতে তাদের রয়েছে একক প্রার্থী। সাধারণ ভোটারা বলছেন, তারা চান শান্তিপূর্ন পরিবেশে আর নিবিঘ্নে ভোটাধিকার প্রয়োগ। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্টানে এরিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানান নির্বাচন কর্মকর্তা। ২২শে মার্চ বেড়ার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ হবে। মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৯ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি