ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

তিনটি প্রদেশের নির্বাচনে হেরে গেছে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা

প্রকাশিত : ১৪:১৩, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:১৩, ১৪ মার্চ ২০১৬

অভিবাসী ইস্যুতে জনগণের অসোন্তষের কারনে তিনটি প্রদেশের নির্বাচনে হেরে গেছে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের দল। তিনটি প্রদেশেই জয় পেয়েছেন অভিবাসন বিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি। আগেই নির্বাচনের জরিপগুলোও মার্কেলের পরাজয়ের ইঙ্গিত দিয়েছিলো। এ নির্বাচনকে অভিবাসন ও শরণার্থী বিষয়ে জার্মান চ্যান্সেলরের নীতির পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষ্কার হয়ে গেলো অভিবাসীদের সম্পর্কে জার্মানদের অবস্থান। তবে এ নির্বাচন শরণার্থীদের বিষয়ে মার্কেলের নমনীয় নীতিতে কোন প্রভাব ফেলবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তার দলের এক মুখপাত্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি