ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

তুরস্কের রাজধানীতে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

প্রকাশিত : ১৪:১৬, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:১৬, ১৪ মার্চ ২০১৬

তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন মারা গেছেন। অপরদিকে আইভরি কোস্টে উপকূলবর্তী একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় বিদেশী পর্যটক-সহ নিহত হয়েছেন অন্তত ১৬ জন। আঙ্কারার প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোমা বিস্ফোরণে আহত হয়েছে ১২৫ জন। হামলার দায় কেউ স্বীকার না করলেও কুর্দী বিদ্রোহীদের দায়ী করছে দেশটির সরকার। হামলার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে অবিশ্রান্তভাবে লড়াই করে যাচ্ছেন। ওদিকে, আইভরি কোস্টের হোটেলে ৬ মুখোশধারীর হামলায় বিদেশী পর্যটকসহ ১৬ জন মারা গেছেন। হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠি আল-কায়েদা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি