ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৬ আগস্ট ২০২০

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় অধিকাংশ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস খবরে বলা হয়েছে, দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫১টির এবং ৪৬টির পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৪টি, বিপদসীমার উপর স্টেশনের সংখ্যাও ৪টি।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৫৫ মিমি, সাতক্ষীরায় ৮২ মিমি, টেকনাফে ৭৮ মিমি এবং পটুয়াখালীতে ৫৩ মিলিমিটার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি