ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চার দিনের সফরে ভুটানের রানি ঢাকায় এসে পৌঁছেছেন

প্রকাশিত : ১৪:২৩, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:২৩, ১৪ মার্চ ২০১৬

ভুটানের রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন তিনি। এছাড়া ১৫ই মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রানি মাতা। সেই সঙ্গে জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষণীয় স্থানও দেখতে যাবেন তিনি। বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ই মার্চ ভুটান ফিরে যাবেন রানি মাতা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি