ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সামরিক ও বেসামরিক সংস্থার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিমানের নিরাপত্তার মান উন্নয়ন সম্ভব- বিমানবাহিনী প্রধান

প্রকাশিত : ১৭:০৮, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০৮, ১৪ মার্চ ২০১৬

সামরিক ও বেসামরিক সংস্থার মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিমানের নিরাপত্তার মান উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার। বিমান বাহিনী ও বিমান পরিচালনা সংস্থা তাদের উদ্ভাবনী ধারার উন্নয়নের মাধ্যমে বিমান দূর্ঘটনা রোধে ভূমিকা রাখছে বলেও মনে করেন বিমান বাহিনী প্রধান। রাজধানীর ফ্যালকন হলে আয়োজিত ৩৯তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনারে এ কথা বলেন তিনি। সেময় মেধাবী বিমান কর্মকর্তাদের মাঝে ফ্লাইট সেফটি ট্রফি বিতরন করেন আবু এসরার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ বিমান ও বেসরকারী বিমান পরিবহন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি