ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৭:১০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১০, ১৪ মার্চ ২০১৬

dse & cseসূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টি, কমেছে ১৩৪টির, আর ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১২ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টির, আর ৩৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ২৪ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি