ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কাল শুরু হচ্ছে বিশ্বকাপের আসল যুদ্ধ সুপার টেন পর্ব, প্রথম দিনের খেলায় ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

প্রকাশিত : ২৩:২০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:২১, ১৪ মার্চ ২০১৬

কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আসল যুদ্ধ সুপার টেন পর্ব । ১ নম্বর গ্রপে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ,শ্রীলংকা ও আফগানিস্তান । ২ নম্বর গ্র“পে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া । প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড । নাগপুরে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচ । দু দলের লক্ষ্যই ম্যাচ জিতে বিশ্বকাপের মিশন শুরু করা । india vs nzভারত নিউজিল্যান্ড যুদ্ধে নিঃসন্দেহে ফেভারিট দল ভারত । র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে দারুন টি টুয়েন্টির মৌসুম পার করছে ভারত । সর্বশেষ ৫টি ম্যাচের সবগুলোতেই জয় ভারতের । সদ্যই এশিয়া কাপের শিরোপা জিতে নিজেদের আরো এক দফা ভালো করে ঝালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা । দলের প্রথম সারির ৬ জন ব্যাটসম্যান যে কোন মুহুর্তে ম্যাচের চিত্র পাল্টে দেবার জন্য যথেষ্ট । তবে ফেভারিট তকমার জোয়ারে নিজেদের কে না ভাসিয়ে সেরাটা দিয়েই ম্যাচ জিততে চায় ভারত । এশিয়া কাপ জয়ী একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে ভারতীয় দলে । নির্বাচকদের মন জয় করা মোহাম্মদ সামি একাদশে ঢোকাটা অনেকটাই নিশ্চিত । সেক্ষেত্রে বাদ পড়বেন আশিষ নেহরা । অপরদিকে ভারতীয় কন্ডিশনে অতিথি দলগুলোর জন্য সবসময়ই একটু রহস্য থেকে । কিন্তু সেটি নিয়ে চিন্তিত নয় নিউজিল্যান্ড দল । মজার বিষয় হচ্ছে ভারতে ১টি মাত্র টি টুয়েন্টি খেলেছে কিউইরা । যেটিতে ১ রানের জয়ের অভিজ্ঞতাটাও এ ম্যাচে সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ডের । তারুন্য নির্ভর নিউজিল্যান্ড দলের ১৩ জনেরই ভারতের মাটিতে ১৫টির কম করে ম্যাচ খেলেছেন । অভিজ্ঞতার ঝুলিটা ভারি একমাত্র রস টেইলরের । মারকুটে এই ব্যাটসম্যান কেলেন ৪৬ টি ম্যাচ । র‌্যাঙ্কিং, কন্ডিশন , অভিজ্ঞতা যাই বলি না কেন টি টুয়েন্টিতে জিততে হলে খেলতে হবে দিনের সেরা খেলাটাই ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি