ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

স্বাধীনতার জন্য যুদ্ধ করতে একাত্তরের পুরো মার্চ জুড়েই চলছিল প্রস্তুতি

প্রকাশিত : ১২:৪৪, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ১৫ মার্চ ২০১৬

লাগাতার আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে একাত্তরের পুরো মার্চ জুড়েই চলছিল প্রস্তুতি। সশস্ত্র যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুক্তিকামী জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে আন্দোলনের মধ্য নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান স্বাধীনতার দারপ্রান্তে। m marchনির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের গড়িমসি আর সাধারণ পরিষদের অধিবেশন স্থগিত করার পর ক্ষোভে ফেটে পরলো পুরো বাঙ্গালী জাতি। ৩রা মার্চে সব দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেকোন ধরনের সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে বঙ্গবন্ধুকে লিখিতভাবে দায়িত্ব অপর্ন করে, আর সেদিন থেকেই মুলত বঙ্গবন্ধুর নির্দেশেই চলছিলো সবকিছু। স্বাধীনতার জন্য যে লড়াই করতে হবে, অস্ত্র হাতে নিতে হবে তা, ৭ই মার্চে রেসকোস ময়দানে বঙ্গবন্ধুর ভাষনেই স্পষ্ট হয়েছিল সবার কাছে। আর  ২৫শে মার্চ বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে তার আঁচ পেয়ে বঙ্গবন্ধুকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হলে তিনি রাজি হননি। বরং অন্যদের নিরাপদে থাকার নির্দেশ দেন তিনি। এসময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের বারুদ, গোপানে শুরু হয় সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি। একটি লাল সবুজের পতাকার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে বাঙ্গালী জাতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি