ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

অবমাননাকর মন্তব্যের ব্যাখ্যা দিতে ২০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হতে হবে দুই মন্ত্রীকে

প্রকাশিত : ১৪:৪৪, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ১৫ মার্চ ২০১৬

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার আপিল রায় নিয়ে অবমাননাকর মন্তব্যের ব্যাখ্যা দিতে ২০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হতে হবে দুই মন্ত্রীকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  সকালে সর্বোচ্চ আদালতের তলবে হাজির হয়ে ক্ষমা চান। আর  বিদেশ সফরে থাকা খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আইনজীবী সময়ের আবেদন করেন। সকালে বিচারপতি এস  কে সিনহা নেতৃত্বাধীন নয় বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ দুই মন্ত্রীর হাজিরার জন্য নতুন তারিখ ঠিক করে  দেয়। খাদ্যমন্ত্রী কামরুল গত রোববারই নিঃশর্ত ক্ষমা চেয়ে তার আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের মাধ্যমে আপিল বিভাগে আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগে উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে আগামী ২০শে মার্চ দুই মন্ত্রীকে হাজির থাকার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার সকালে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে হাজিরা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় আদালত একই অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উপস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিদেশ আছেন বলে আদালতকে জানান তার আইনজীবী। পরে আদালত দুই মন্ত্রীকে আগামী ২০শে মার্চ হাজির থাকতে নির্দেশ দেন। আদালতে মোজাম্মেল হকের পক্ষে ছিলে ব্যারিস্টার রফিক-উল হক। কামরুল ইসলামের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার। মীর কাসেমের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষনা নিয়ে গেল ৮ই মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করে আপিল বিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি