খরস্রোতা নদী পার হয়ে সীমান্তের বেড়া ভেঙ্গে গ্রিসের ক্যাম্প থেকে ২ হাজার শরণার্থীর মেসিডোনিয়ায় প্রবেশ
প্রকাশিত : ১৩:৫২, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫২, ১৫ মার্চ ২০১৬
খরস্রোতা নদী পার হয়ে সীমান্তের বেড়া ভেঙ্গে সোমবার গ্রিসের ইদোমনি ক্যাম্প থেকে অন্তত ২ হাজার শরণার্থী মেসিডোনিয়ায় প্রবেশ করেছে।
সঙ্গে থাকা মালপত্র নিয়ে কয়েক ঘন্টার দুর্গম পথ ও নদী পার হতে শরণার্থীদের সাহায্য করে মানবাধিকার সংগঠনের কর্মীরা। এর আগে নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কারণে মৃত্যু হয় ৩ শরণার্থীর। তবে, মেসিডোনিয়ায় প্রবেশের পর অনেককে আটক করেছে পুলিশ। জানানো হয়েছে তাদের আবারো গ্রিসে ফেরত পাঠানো হবে। মেসিডোনিয়া সীমান্ত বন্ধ থাকায় গ্রিসের ইদোমনি ক্যাম্পে আটকা পড়া প্রায় ১৪ হাজার শরণার্থী কয়েকদিনের টানা বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছেন।
আরও পড়ুন