ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত, ঝিনাইদহে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৫:১৬, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৬, ১৫ মার্চ ২০১৬

maderচট্টগ্রামের সদরঘাটের কামাল গেইট এলাকায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত হয়েছে আব্দুল জাহেদ নামে এক কাপড় ব্যবসায়ী। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  স্থানীয় ছাত্রলীগ নেতা রয়েল গ্রুপ ও আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় গুলিবিদ্ধ হন জাহেদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গেলরাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে চেম্বার খোমেনি হোমিও হল থেকে বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায় দূর্র্বৃত্তরা। পুলিশ জানায়,  দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে রাতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি