ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ, সিলেট, রাজবাড়ি ও মৌলভীবাজারে নিহত ৪

প্রকাশিত : ১৫:৫৮, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৮, ১৬ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জে মেয়েকে অপহরণে বাধা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। এদিকে, আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে প্রতিপক্ষের হামলায় মারা গেছে ছাত্রলীগ কর্মী। রাজবাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে একজন। এছাড়া, মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নবম শ্রেনীর ছাত্রী ঝর্নার সাথে স্থানীয় যুবক তুহিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তুহিন ঝর্ণার বাবাকে বিয়ের প্রস্তাব দিলে ধর্মীয় কারণ দেখিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে ওই বাড়িতে গিয়ে ঝর্নাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে সন্ত্রাসীরা মনীন্দ্র কুমারকে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী ২ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে আরো পাঁচ জনকে গ্রেফতার করেছে। মেয়ের বাবা বিয়েতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এদিকে, সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী বিকল দে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়নসিঁড়ি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া, রাজবাড়ির পাংশার চর রামনগর গ্রামে বালু ব্যবসায়ী আমিন শিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি