ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জিকা ভাইরাসের ভয়াবহতায় সারা বিশ্বে জরুরী অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রকাশিত : ১৩:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

জিকা ভাইরাসের সংক্রমণে বিকলাঙ্গ ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু জন্মসহ বিভিন্ন শারীরিক সমস্যার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে জরুরী অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস থেকে রক্ষা পেতে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানায় সংস্থাটি। ‘দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন’ জানিয়েছে, এরিমধ্যে দক্ষিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের  প্রায় ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন জিকা ভাইরাসে। আর শুধু ব্রাজিলেই জন্ম হয়েছে ৪০হাজার অস্বাভাবিক শিশুর। zika virজিকা ভাইরাস। আতংকের নতুন নাম। ব্রাজিলে প্রথম ধরা পড়লেও, অল্প সময়ের মধ্যেই মশাবাহিত ভাইরাসটি  ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। পরিস্থিতি মোকাবেলায় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জরুরী বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে, ভয়াবহতার বিচারে জরুরী অবস্থা ঘোষণা ছাড়া বিকল্প নেই বলে জানান, সংস্থার মহা পরিচালক ড. মার্গারেট চ্যান। বৈঠকে, দ্রুত ভাইরাসটি ছড়ানোর বিষয়ে উদ্বেগের কথা জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, ইবোলা ভাইরাসের মতই ভয়ংকর জিকা। ইবোলার আক্রমনে ২০১৩ থেকে ১৫ সালের মধ্যে আফ্রিকায় মারা যায় ১১হাজারেরও বেশি মানুষ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে, মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ড. মার্গারেট চ্যান। আক্রান্ত এলাকায় গর্ভবতী মায়েদের যাতায়াতে সতর্কতাসহ সার্বক্ষনিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শও দেয়া হয় । ভাইরাসটি ছড়ায় এডিস মশার কামড়ে। এখন পর্যন্ত আবিস্কার হয়নি জিকার কোন প্রতিষেধক। তবে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তদের বিশ্রাম ও তরল জাতীয় খাবারের পরামর্শ দেয়া হয়ে থাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি