ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নারী ও শিশুর জন্য চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ২০:১০, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ২০:১০, ১৬ মার্চ ২০১৬

sdgজাতীয় মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত হল নারী ও শিশুর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার । রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এই সেমিনারে বক্তারে জানান, ২০৩০ সালের মধ্যে প্রতি লাখে ৭০ শতাংশ মাতৃমৃত্য হার কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ; একই সময়ের মধ্যে নারী ও পুরুষ সবার জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার কথাও জানানো হয় । এসময় বক্তারা জানান; লিঙ্গ বৈষম্য দূর, সবার জন্য শিক্ষা এবং দূরারোগ্য রোগের জন্য প্রতিরোধ মুলক ব্যবস্থা নিশ্চিত করা নারী ও শিশুর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম শর্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আমান আলীসহ অনেকে ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি