ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১২:০৪, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১২:২৯, ১৭ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত থাকলেও তা জাতিকে বিভ্রান্ত করতে পারছে না। সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ফুলের শ্রদ্ধা জানান, পরপরই শ্রদ্বা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধ কমপ্লেক্সে শিশুদের পরিচালনায় সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রী বাংলার স্বাধীকার আন্দোলনে বাবা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে ১৯৭৫ সালে হত্যাকান্ডে নিহত পরিবারের সদস্যদের কথা স্মরণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে শিক্ষাসহ নানা ক্ষেত্রে বর্তমান সরকারের নিরলস কার্যক্রম আর স্বাধীনতাবিরোধীদের ব্যর্থ প্রচেষ্ঠার কথাও ছিলো বঙ্গবন্ধুকন্যার বক্তব্যে। পিতা-মাত, অভিভাবক, শিক্ষক-গুরুজনদের কথা শুনতে শিশুদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতিও আহ্বান রাখেন তিনি। পরে গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সেই জেলারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি