ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে বিএনপি’র রাজনীতি স্থবিরতা কাটিয়ে উঠছে

প্রকাশিত : ০৯:০২, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪০, ১৮ মার্চ ২০১৬

স্থবিরতা কাটিয়ে উঠছে চট্টগ্রামে বিএনপি’র রাজনীতি। দলীয় কাউন্সিল সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠছেন। তবে, দলকে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরাতে জামায়াতের বলয় থেকে বের করে আনার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। গেলো কয়েক বছর সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়তের নেতৃৃত্বে চট্টগ্রামে চলে ব্যাপক সহিংস কর্মকান্ড। এর বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিলে দলীয় কর্মকান্ড থেকে  নিজেদেও গুটিয়ে নেন বিএনপির নেতা-কর্মীরা। স্থবিরতা আসে দলীয় কর্মকান্ডে। তবে দলীয় কাউন্সিলকে ঘিরে এখন তৎপর হয়ে উঠেছে দলীয় নেতা কর্মীরা। দলকে নতুন করে সাজাতে এবার জামায়াত বলয় ছেড়ে আসার দাবি তুলেছেন তৃণমুলের নেতা কর্মীরা। তৃণমূলে দাবির সাথে একমত পোষন করেছেন, নগর বিএনপি’র সাধারণ সম্পাদকও। এদিকে তৃণমুল পর্যায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ভবিষ্যতে ধ্বংসাতœক কর্মসুচি না দেয়ার কথা বলেছেন বিএনপি’র এই সিনিয়র নেতা। তরুন নেতৃত্বের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সর্বস্তরের নেতা কর্মীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি