ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রথম দফায় নির্বাচন হচ্ছে ২২মার্চ

প্রকাশিত : ০৯:০১, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ১৮ মার্চ ২০১৬

২২শে মার্চ প্রথম দফায় লক্ষ্মীপুরের ৬টি, সাতক্ষীরার ৭৮টি ও চট্টগ্রামের একটি ইউনিয়নে হচ্ছে নির্বাচন। তাই চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আছে অভিযোগ পাল্টা অভিযোগও। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় থাকলেও, শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। তবে ভোটাররাও বলছেন দেখে-শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও প্রচারণায় পিছিয়ে নেই কেউই । এখানেও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রশাসনের। এদিকে সাতক্ষীরার সাত উপজেলার ৭৮টি ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন হওয়ায় ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোর। দিনরাত অবিরাম চলছে কাজ। পরিশ্রম বাড়লেও বাড়তি আয় হওয়ায় খুশি ছাপাখানার মালিক ও শ্রমিকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি