ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ

প্রকাশিত : ১৫:৫৭, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ১৯ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট ও বরিশালের বিভিন্ন এলাকায় এখন উৎসবের আমেজ। চেয়ারম্যান পদে ২২ মার্চ প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন সামনে রেখে ব্যাস্ত আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তবে যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা। উঠান বৈঠক আর গণসংযোগে সরগরম সিলেট সদর উপজেলার স্বাধীনপাড়া, স্বাধীননগর, হাটখোলা ও টুকের বাজারসহ ৮টি ইউনিয়ন পরিয়দ। নির্বাচনী জয়ী হতে উন্নয়নের প্রতিশ্র“তি নিয়ে বড় দুই দলের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। এদিকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বরিশালের ১০ উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা। প্রতিশ্র“তির ঝুড়ি নিয়ে তারা যাচ্ছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। নির্বাচন নিয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর রয়েছে নানা অভিযোগ। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। সিংক- হাবিবুর রহমান খোকন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, রায়পাশা করাপুর, বরিশাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে উপযুক্ত প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি