ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি ময়না, সাধারণ সম্পাদক পুলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২ সেপ্টেম্বর ২০২১

হিন্দু আইন সংস্কারে অধিকতর গবেষণা, আলাপ-আলোচনা, জনমত গঠন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়না তালুকদারকে সভাপতি এবং সাংবাদিক পুলক ঘটককে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ সংগঠন গঠন করা হয়। সাংবাদিক অজয় দাশগুপ্তের সভাপতিত্বে সভায় হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ভুক্ত নানা শ্রেণি-পেশার নাগরিকরা যোগ দেন।

নবগঠিত সংগঠনের ৩৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অন্যরা হচ্ছেন- সহসভাপতি রিনা রায়, সুভাষ সাহা, অধ্যাপক ড. নির্মল কুমার সাহা; যুগ্ম সচিব ড. সঞ্চিতা গুহ, ড. নিরু বড়ূয়া; কোষাধ্যক্ষ পুলক রাহা, দপ্তর সম্পাদক মিতা রানী রায় চৌধুরী, প্রচার সম্পাদক সমীরণ রায়, সাংস্কৃৃতিক সম্পাদক ছন্দা রায়; সদস্য অজয় দাশগুপ্ত, তপন চক্রবর্তী, সুপ্রিয়া ভট্টাচার্য, দীপালি চক্রবর্তী, মধুমিতা বড়ূয়া, অ্যাডভোকেট চিত্রা রায়, কনক বিশ্বাস, ঈশানী চক্রবর্তী, অধ্যাপক ডা. শিলা সেন, ড. যশোদা জীবন দেবনাথ, ড. কেশব কুমার অধিকারী, গোকুলকৃষ্ণ পোদ্দার, স্বপ্না রানী বিশ্বাস, সুমনা গুপ্ত, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, চন্দন চক্রবর্তী, অ্যাডভোকেট রাজেশ পাল, গীতা বিশ্বাস, অ্যাডভোকেট এমকে আচার্য রাকেশ, পিন্টু সাহা, বাবলা সেনগুপ্ত, লক্ষ্মী রানী বাড়ূই, অজন্তা দেব রায় এবং সুস্মিতা দে। এ সদস্য সংখ্যা পর্যায়ক্রমে ১০১-এ উন্নীত করা হবে।

সভা থেকে বিদ্যমান হিন্দু আইনের লিঙ্গ বৈষম্যসহ সব রকম অসংগতি নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি