ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

ফেরিডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৭ অক্টোবর ২০২১

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানতে থাকা যানবাহন উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ হামজা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি শাহ আমানত ডুবে যাওয়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে ফেরি দুর্ঘটনার কারণ ও ফেরির মানোন্নয়নের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদকে কমিটির আহ্বায়ক এবং বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু ফেরি দুর্ঘটনার বিষয়ে ফেরি ব্যবস্থাপনার সার্বিক বিষয়গুলো নিয়েও অনুসন্ধান করবে কমিটি।

আজ সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফেরিতে ১৭টি কাভার্ড ভ্যান ও ট্রাক এবং ৪টি মোটরসাইকেল ছিল। ফেরি হেলে যাওয়ার সময় ৩টি ট্রাক পাড়ে নেমে যেতে সক্ষম হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি