ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

ফেরি ডুবি: শুরু হয়েছে তৃতীয় দিনের উদ্ধার অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৯ অক্টোবর ২০২১

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

১৪ যানবাহনের মধ্যে গত দুদিনে পাঁচটি কাবার্ড ভ্যান, চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বাকি ৫ যানবাহন উদ্ধারে আজ অভিযান শুরু করা হয়েছে। 

বিআইডব্লিউটিসি জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তবে অপর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি