ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

দেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৭ নভেম্বর ২০২১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এসময় তারা 'বাঙালির পিতার নাম শেখ মুজিবুর' বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন। 

স্পিকার বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এসময়, কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, ‘কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’ এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি