ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

ঢাকায় থাকছে না সিটিং ও গেটলক সার্ভিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১০ নভেম্বর ২০২১

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না। যাত্রীদের ভোগান্তি থেকে রেহাই দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিনদিন পর এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ।

বাস ভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় খোন্দকার এনায়েত উল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ বিবৃতি পড়ে শোনান।

লিখিত বক্তব্যে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “ঢাকা শহরে চলাচল করা ছয় হাজার বাস-মিনিবাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত। গত কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বলা হচ্ছে, ঢাকা এবং দূরপাল্লার বাস-মিনিবাসের ৮০-৯০ শতাংশ সিএনজিচালিত। এসব বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩ কোম্পানির ১৯৬টি বাস সিএনজিচালিত পেয়েছি। এটি মোট গণপরিবহনের মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ।”

তিনি আরও বলেন, “সিটিং সার্ভিসে কোনো নিয়মনীতি নেই। তারা নিজের মতো করে যাত্রী পরিবহন করে। এতে ভোগান্তি হয় যাত্রীদের। তাই সিটিং বা গেটলক সার্ভিস থাকবে না।”

এদিকে ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ানো হলেও যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে তার থেকেও বেশি ভাড়া। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি