ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

সংসদে বাংলাদেশ প্যাটেন্ট বিল উত্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ১৪ নভেম্বর ২০২১

জাতীয় সংসদে আজ বাংলাদেশ প্যাটেন্ট বিল ২০২১ উত্থাপন করা হয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান প্যাটেন্ট এন্ড ডিজাইন এ্যাক্ট রহিত করে সময়োপযোগী বিধি বিধান সংযোজন করার বিধান করা হয়েছে। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এছাড়া আজ সংসদে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল, ব্যাংকার বহিস্বাক্ষর বিলের ওপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।  

এছাড়া মহাসড়ক বিল, ২০২১, মংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১, বিরোধী দলীয় নেতা- উপনেতার পারিতোষিক ও বিশেষ অধিকার বিল ও বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিলের ওপর যথাক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পৃথকভাবে উপস্থাপন করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি