ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

সম্প্রীতি বাংলাদেশের শততম সংলাপ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ০৮:৪৭, ২২ নভেম্বর ২০২১

‘দেশে-বিদেশে সম্প্রীতি’ শিরোনামে সম্প্রীতি বাংলাদেশের শততম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর, রবিবার রাত ০৯টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

কারোনাকালে গত ২০২০ সালের ০৬ মে থেকে ওয়েবিনার অনুষ্ঠান শুরু করে সম্প্রীতি বাংলাদেশ। দেড় বছরে এসব ওয়েবিনারে ‘সম্প্রীতি সংলাপ’ শিরোনামে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত ২১ নভেম্বর ছিল শততম সম্প্রীতি সংলাপ।

এ দিনের আলোচনায় অংশ নেন- অধ্যাপক আবদুল মান্নান, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এম নজরুল ইসলাম (ভিয়েনা), অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী (গাজীপুর) অধ্যাপক মো. নাছিম আখতার (চাঁদপুর), অধ্যাপক মো. জাকির হোসেন (চট্টগ্রাম), অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন (বরিশাল), অধ্যাপক বিধান চন্দ্র দাশ (রাজশাহী), নিরঞ্জন রায় (কানাডা), অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, হাফেজ মাওলানা জিয়াউল হাসান, ড. মো. আনিসুজ্জামান মানিক (রাজশাহী), রেভারেন্ড মার্টিন অধিকারী, উন্নয়ন সংগঠক শেখর ভট্টাচার্য। 

সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বরাবরের মতো এ দিনও সঞ্চালনা করেন। সূচনা বক্তব্য দেন সদস্যসচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। 

সবশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সম্প্রীতি বাংলাদেশ-এর নির্বাহী সদস্য সাংবাদিক আলী হাবিব।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি