ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শরণার্থী সংকটে ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তির কার্যকারিতা শুরু হয়েছে

প্রকাশিত : ১০:০৯, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১০:০৯, ২০ মার্চ ২০১৬

শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কার্যকারিতা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী গ্রীসে প্রবেশকারী শরণার্থীরা যদি ইউরোপে আশ্রয় পেতে ব্যর্থ হয় তবে তাদের তুরস্কের শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে। তবে তুরস্কের ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের পর্যায়ক্রমে ইউরোপের দেশগুলোতে আশ্রয় দেয়া হবে। তবে চুক্তিকে অস্পষ্ট ও বিকৃত আখ্যা দিয়ে এর  সমালোচনা করেছে এ্যামনেস্টি ইন্টারন্যশনালসহ কয়েকটি মানবাধিকার সংস্থা। এর ফলে শরণার্থীদের থেকে ইইউ মুখ ফিরিয়ে নিয়েছে বলেও অভিযোগ তাদের। চুক্তির বিরোধিতায় ইউরোপের কয়েকটি শহরে বিক্ষোভও হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি