ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ (ভিডিও)

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৯, ১৫ ডিসেম্বর ২০২১

বিজয়ের সূবর্ণজয়ন্তীতে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে বাংলার অকুতোভয় বীর সেনানীরা। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল-সবুজের বিজয় আজ ৫০ বছরে।

বিজয়ের সূবর্ণজয়ন্তীতে লাখো শহীদের স্মৃতির মিনার- জাতীয় স্মৃতিসৌধ সেজেছে লাল সবুজের আভায়। 

বিজয় দিবস ভোরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজয়ের মাহেন্দ্রক্ষণ উদযাপনে ২ মাস আগে শুরু হয় জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আনুষঙ্গিক সংস্কার কাজ। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামরাস্থাপনসহ সব কাজ এরইমধ্যে শেষ হয়েছে। 

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ লাখ লাখ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

নবম পদাতিক ডিভিশনের সদস্যরা শেষ মুহূর্তের কুচকাওয়াজ মহড়ায় অংশ নেন। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিগণ যে শ্রদ্ধা নিবেদনের জন্যে এখানে আসবেন। গমন-আগমন এবং এই ভেন্যুতে অবস্থানকালীন সময়ে তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি।’

আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি