ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৩ ডিসেম্বর ২০২১

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং ডোপ টেস্ট চলমান রাখার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সভায় অংশ গ্রহণ করেন। সভায় তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়।

সভায় চলমান কোভিড-১৯ পরিস্থিতি (করোনা ভাইরাস) ও দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাসমূহের গৃহীত কার্যক্রমের উপর আলোচনা করা হয়।

সচিব সুরক্ষা সেবা বিভাগ, আইজিপি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি