ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২৮ ডিসেম্বর ২০২১

মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (মুক্তিযোদ্ধা হল, আইডিইবি ভবন), কাকরাইল-এ সম্মাননা স্মারক দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পথে কোন বাধা সহ্য করা হবে না। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, সেই পুরোনো শকুন মানচিত্র খামচে ধরার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার মূলচেতনাকে ধুলিস্যাত করার ষড়যন্ত্র করছে! মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আর কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এই মাটিতে হতে পারে না। 

আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জীবদ্দশায় যদি জাতির জীবনে কোন বিপর্যয় নেমে আসে আপনারা দেশের পাশে দাঁড়াবেন। জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবেন।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটি শোনান গানের গীতিকার ও সুরকার সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি