ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইনে অসঙ্গতি থাকলে সংশোধন হবে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২২:১৭, ৩০ ডিসেম্বর ২০২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো অসঙ্গতি থাকলে সরকার আইনটি সংশোধন করবে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ওকাব (ওভারসিজ করেসপনডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ) আয়োজিত মিট দ্যা ওকাব অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'আইনে (ডিজিটাল নিরাপত্তা আইন) কোনো অসঙ্গতি থাকলে সেটি দূর করার জন্য আমরা কাজ করছি। আইন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। আইন প্রয়োগের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটি খুঁজে বের করতে ওই টিম জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) কার্যালয়ে কাজ করছে। যদি তারা এমনটা খুঁজে পায় তবে আমরা এটি সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

আইনমন্ত্রী আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

সরকার এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা জারি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত আমি জেনেছি সব থানাকে প্রাথমিকভাবে বলা হয়েছে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যেন তাকে গ্রেপ্তার না করা হয়।' তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত আমি জানি গত ৬ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলায় কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়নি।'

আইনমন্ত্রী আরও বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে ফৌজদারি অপরাধ প্রতিরোধের জন্য, যেগুলো ডিজিটালভাবে সংঘটিত হয়। সংবাদপত্রের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার জন্য নয়।'

আইনমন্ত্রী জানান, ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় বাদির চরিত্র নিয়ে প্রশ্ন তোলার যে সুযোগ সাক্ষ্য আইনে রয়েছে সেটি অপসারণের জন্য সংসদের আগামী শীতকালীন অধিবেশনে একটি বিল উত্থাপন করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি