ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়বে না ভাড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৩ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ। তবে বাড়বে না লঞ্চের ভাড়া। বিদ্যমান ভাড়াতেই যাত্রী বহন করতে হবে লঞ্চ মালিকদের।

বুধবার সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেয়া হলেও তা নাকচ করে দেয়া হয়েছে। লঞ্চ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহণের নির্দেশ দেয়া হয়েছে।

১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন লঞ্চ মালিকরা। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্টরা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি