ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্বের উদাহরণ: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২৪ জুন ২০২২ | আপডেট: ২১:৫৫, ২৪ জুন ২০২২

যুক্তরাষ্ট্র পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে।

শুক্রবার মার্কিন দূতাবাসের জারি করা একটি মিডিয়া নোটে বলা হয়েছে, ‘পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্য বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।’

বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

এখানে মার্কিন মিশন বলেছে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জনগণ এবং পণ্যকে দক্ষতার সাথে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী ঋণ বা যেকোনো ধরনের অনুদান গ্রহন না করে অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু শনিবার উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয় এ সেতু নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩০,০০০ কোটি টাকা ঋণ প্রদান করে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি