ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন: জাফরুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৫ জুন ২০২২

জাফরুল্লাহ চৌধুরী

জাফরুল্লাহ চৌধুরী

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। জাতি এতে গৌরবান্বিত উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটা বঙ্গবন্ধু দিয়েছিলেন ৭ মার্চে।

শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

এদিন সকাল ১০টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের সাড়ে তিন হাজার বিশিষ্টজন। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সমাজের নানা পেশার বিশিষ্ট নাগরিকেরা। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'সবাই বলেছিল, এই সেতুর নাম হাসিনা সেতু করতে। উনি করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন।'

তিনি আরও বলেন, 'ইতিহাসে অনেক কিছু দেখেছি। মুক্তিযুদ্ধ দেখেছি। এবার পদ্মা সেতুর উদ্বোধন দেখলাম। ভালো লাগছে।'

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি