ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২৬ জুন ২০২২

পদ্মাসেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে, প্রশিক্ষণসহ সবধরণের সহায়তা করবে সরকার। এ আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

যুব উন্নয়ন অধিদপ্তর ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত, প্রকল্পে ক্ষতিগ্রস্তদের আয়বর্ধন কর্মসূচির সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে, এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পদ্মাসেতু গোটা বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখবে। এই কাজে জমি দিয়ে যারা সাহায্য করেছেন তাদের জীবনমান পরিবর্তন করা সরকারের বিশেষ কর্তব্য। ১২টি কোর্সে প্রায় চার হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দেয়া হয় কর্মসূচিতে। এদের মধ্যে সনদ বিতরণের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে কয়েক'শ প্রশিক্ষণার্থীকে আর্থিক অনুদান দেয় যুব উন্নয়ন অধিদপ্তর। প্রয়োজনে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি