ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইক নিষিদ্ধে শৃঙ্খলা ফিরেছে পদ্মা সেতুতে

মেহেদী হাসান আলবাকার

প্রকাশিত : ১৫:২৪, ২৭ জুন ২০২২ | আপডেট: ১৫:৫৪, ২৭ জুন ২০২২

পদ্মা সেতুর একটি চিত্র

পদ্মা সেতুর একটি চিত্র

Ekushey Television Ltd.

মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর শৃঙ্খলা ফিরেছে পদ্মা সেতুতে। টোলপ্লাজায় কমেছে যানজট। বন্ধ করা হয়েছে গাড়ি থামিয়ে ছবি তোলা। এদিকে, মোটরসাইকেল পারাপারে ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

গত রোববার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে সাধারণ মানুষ। আর সোমবার থেকে যান চলাচল শুরুর পর অনেকেই আসেন স্বপ্নের এই সেতু পার হওয়ার অভিজ্ঞতা নিতে।

তবে বিপত্তি বাঁধে বিপুল সংখ্যক মোটরসাইলের উপস্থিতি, টোলপ্লাজায় সৃষ্টি হয় যানজট। অনেকেই সেতুর মাঝখানে গিয়ে সেলফি/ছবি তুলতে থাকেন। চলন্ত মোটরসাইকেলে করে ভিডিও করতে গিয়ে তো দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে দুজনের।

এমন পরিস্থিতিতে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। আর এতেই শৃঙ্খলা ফিরে আসে সেতুতে। ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক নির্বিঘ্নে বাধাহীনভাবে সেতু পার হতে পারছে এখন।

এদিকে মোটরসাইকেল পারাপারে ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পিকাপভ্যানেও মোটসাইকেল পার করেছেন কেউ কেউ। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিনের ১৮ ঘণ্টায় ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার টোল আদায় হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি